লংগদুতে বিজিবি কর্তৃক জুম্ম গ্রামবাসীকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন

Hill Voice on Facebook

লংগদুতে বিজিবি কর্তৃক জুম্ম গ্রামবাসীকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন

হিল ভয়েস, ২৫ জুন ২০২৫, রাঙ্গামাটি: আজ ২৫ জুন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কর্তৃক রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে তিন জুম্ম গ্রামবাসীর দোকানে হয়রানিমূলক ব্যাপক তল্লাসি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল আনুমানিক ৫টার দিকে লংগদুর গুলশাখালীর ৩৭ বিজিবি রাজানগর জোনের হাবিলদার মো: মনির এর নেতৃত্বে সাদা পোশাকে ৫ জনের একটি সশস্ত্র দল মোটর বাইক যোগে বগাচতরের পূর্ব রাঙিপাড়া গ্রামে যায় এবং জুম্মদের পাশাপাশি তিন দোকান অস্ত্র তাক করে ঘেরাও করে।

এর ৮/১০ মিনিট পর “রাঙিপাড়া হ্যালীপ্যাড বিজিবি ক্যাম্প” থেকে ইউনিফর্ম সহ আরো ১২জনের একটি সশস্ত্র বিজিবি দল সেই দোকানগুলোতে এসে উপস্থিত হয়। এরপর তারা দোকানের ভেতরে ও বাইরে থাকা লোকজনকে বন্দুক তাক করে নড়াচড়া করতে নিষেধ করে। অতঃপর বিজিবি সদস্যরা দোকানে প্রবেশ করে তন্ন তন্ন করে ব্যাপক তল্লাসি চালায়।

এসময় বিজিবি সদস্যরা দোকান তিনটির মধ্যে যেকোনো একটি দোকানের ভিতরে দুইজন “চাঁদা কালেক্টর” রয়েছে বলে দাবি করে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বারংবার লোকদের তাগিদ দেয়। উপস্থিত লোকজন সেখানে কোনো চাঁদা কালেক্টর নেই বলে জানায়।

এরপরও সেথানে প্রায় এক ঘন্টা তল্লাসি চালানোর পর গ্রামবাসী ব্যতীত অন্য কোনো লোক বা “চাঁদা কালেক্টর” না পাওয়ায় শেষ পর্যন্ত বিজিবি সদস্যরা সেখান থেকে চলে যায়।

ভুক্তভোগী তিন জুম্ম দোকানদার হলেন- ১। পিপা চাকমা (৩৫), স্বামী- যশু চাকমা; ২। সুভাষ চাকমা (৩৫), পিতা- মৃত ভূপতি রঞ্জন চাকমা; ৩। বিনন্দ চাকমা (৬৫), পিতা- মৃত যাত্রা মোহন চাকমা। তাদের সকলের গ্রাম- রাঙিপাড়া, ৪নং বগাচতর ইউনিয়ন, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
https://hillvoice.net/bn/%e0%a6%b2%e0%a6%82%e0%a6%97%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%81/

Hill Voice #ChittagongHillTracts #humanrights #indigenous #BGB


হিল ভয়েস, ২৫ জুন ২০২৫, রাঙ্গামাটি: আজ ২৫ জুন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কর্তৃক রাঙ্গামাটি জেলার লংগদু …

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *