CHT NEWS
লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিশু র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা
সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির লক্ষীছড়িতে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায় অনুষ্ঠান শুরু করা হয়।
“মৌনতা অপরাধ, নিষ্ক্রিয়তা আত্মঘাতী, No Full Aotunomy No Rest! Long
Live UPDF” এই স্লোগানে অনুষ্ঠান শুরুতে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর ইউপিডিএফ ও তিন গণসংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারবর্গ এবং এলাকাবাসী
অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আত্মবলিদানকারী
সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর ইউপিডিএফ সংগঠক দেবেশ চাকমা পার্টির কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান।
পরে আয়োজিত আলোচনা সভায় ইউপিডিএফের অন্যতম সংগঠক জিরান চাকমার সভাপতিত্বে
ও সুনীল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আপ্রুশি মারমা, পাহাড়ি ছাত্র
পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা সাধারণ
সম্পাদক এলি চাকমা। এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি
উপজেলা সভাপতি সচিব চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক লক্ষীদেবী
চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এক ক্রান্তিকালে নিপীড়িত মানুষের অধিকার
আদায়ের লক্ষ্যে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আজকের দিনে ইউপিডিএফ গঠিত হয়। পার্টির প্রতিষ্ঠারলগ্ন
হতে শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আজ ২৬ বছর পূর্ণ করেছে। দীর্ঘ এই পথ চলা পার্টির
জন্য মোটেই সহজ ছিল না। নানা ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র, দমন-পীড়ন মোকাবেলা করে সাড়ে তিন
শতাধিক নেতা-কর্মী, সমর্থকের আত্মবলিদানে পার্টিকে এতদুর আসতে হয়েছে। আগামীতে আরো বেশি
কঠিন পথ পাড়ি দিয়ে আমাদেরকে আন্দোলন এগিয়ে নিতে হবে।
বক্তারা পার্টির দীর্ঘ ২৬ বছরে জনগণের সহযোগীতার কথা তুলে করেন এবং জাতীয়
অস্তিত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে পার্টির পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসন
প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
একই দিন ইউপিডিএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগ্রসর শিশু কিশোর কেন্দ্র’র
উদ্যোগে শিশু র্যালির আয়োজন করা হয়।
“ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশে, যোগ্য নাগরিক হয়ে ওঠার চাই সুযোগ ও অধিকার”
এই স্লোগানে দুপুর ১১টায় লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে প্রায় চার
শতাধিক শিশু, কিশোর-কিশোরীর অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির শুরুতে শিশুদের
শপথনামা পাঠ করানো হয়।
র্যালির শেষে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিংকি
চাকমা ও সুমন চাকমা। তারা ভয় ভীতিহীন মুক্ত পরিবেশে যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার প্রত্যাশ্যা
ব্যক্ত করে বলেন, এই রাষ্ট্র আমাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ সৃষ্টি না করে পাহাড়ে
নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা সুষ্ঠু ও সুন্দর
পরিবেশে বেড়ে উঠতে চাই।
শেষে সন্তু লারমা ও শেখ হাসিনার কুশপুত্তলিকায় লাঠিপেটা করে ঘৃণা-ধিক্কার জানান শিশু-কিশোররা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।