লক্ষীছড়িতে ইউপিডিএফ নেতা শহীদ রুইখই মারমার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

CHT NEWS

 শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে।

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২ অক্টোবর ২০২৪

খাগড়াছড়ির লক্ষীছড়িতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা শহীদ রুইখই মারমার ১৫তম
মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ ২ অক্টোবর ২০২৪, সকাল ১০টায় লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে
ইউপিডিএফের লক্ষীছড়ি ইউনিট এক স্মরণ সভার আয়োজন করে।

স্মরণসভার পূর্বে শহীদ রুইখই মারমার স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রথমে ইউপিডিএফের লক্ষীছড়ি উপজেলা
ইউনিটের সংগঠক সরল চাকমার নেতৃত্বে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা
নিবেদন করা হয়। এরপর ইউপিডিএফের সহযোগী তিন সংগঠন, শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ
থেকে পুষ্পস্তবক ও ফুল দিয়ে শহীদ রুইখই মারমার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর অনুষ্ঠিত স্মরণসভায় ইউপিডিএফ সংগঠক সরল চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি
ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক
যুবফোরামের লক্ষ্মীছড়ি  উপজেলা সভাপতি সচিব
চাকমা, এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক মেম্বার উহ্লাচিং মারমা, হুদুকছড়ি উচ্চ বিদ‍্যালয়ের
প্রধান শিক্ষক আচাইপ্রু মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের
 লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি মন্ডিরা তাঁতি।

স্মরণসভা শুরুতে শহীদ রুইখই মারমার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তারা শহীদ রুইখই মারমাকে স্মরণ করে বলেন, রুইখই মারমা ছিলেন
পাহাড়ি জনগণের ভাগ‍্যে ও সমাজ পরিবর্তনের লড়াইয়ে একজন নির্ভীক যোদ্ধা। তিনি রাজনৈতিক
কর্মকাণ্ডের পাশাপাশি স্কুল-মন্দির প্রতিষ্ঠাসহ এলাকার নানা উন্নয়নমূলক কাজ করে গেছেন।
তার অবদান এলাকাবাসী ও জুম্ম জনগণ কখনো ভুলে যাবে না।


বক্তারা তাকে হত্যার বিষয়ে বলেন, রুইখই মারমা লক্ষীছড়ি, মানিকছড়ি, রামগড়,
গুইমারা, মাটিরাঙ্গাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও পাহাড়িদের ওপর অন্যায়-অবিচারের
বিরুদ্ধে সোচ্চার ছিলেন। যার করণে সেনাবাহিনীর ত
কালীন লক্ষীছড়ি
জোন কমাণ্ডার শরীফুল ইসলাম তাকে হত্যার পরিকল্পনা করেন এবং ২০০৯ সালের ২ অক্টোবর তারই
সৃষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে রুইখই মারমাকে হত্যা করেন।

বক্তারা শহীদ রুইখই মারমার লালিত চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতির অস্তিত্ব
রক্ষা ও অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রামে সামিল হতে নতুন প্রজন্মর প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *