লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

RisingBD – Home


লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২১ অক্টোবর ২০২৫  
আপডেট: ০৯:৪৯, ২১ অক্টোবর ২০২৫

ফাইল ফটো


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশাহর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে ছিলেন না।

অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে গতকাল বিকেলে রায়পুর থানায় মামলা করেছেন। এতে আজিজকে প্রধান আসামি করা হয়েছে।

এ বিষয়ে আজিজ গণমাধ্যমকে মোবাইল ফোনে বলেন, ‍“একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখে গেছে।” পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর কাছিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *