Google Alert – পার্বত্য অঞ্চল
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী ৪৮ ঘন্টা ঢাকাসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নৌ বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, ভারি বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে ঝরছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। এতে পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয় জলবদ্ধতা।
নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই।
শুক্রবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে।
এদিকে, টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে রাস্তায় বের হওয়ায় খেটে-খাওয়া মানুষ ।
নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নৌ বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।