লন্ডনে পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেফতার ৪ শতাধিক

Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ থেকে ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আলজাজিরার।

আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, প্রায় ১,৫০০ মানুষ এতে অংশ নেন। সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেফতারের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নামেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রথমে তর্কে জড়িয়ে পড়ে এবং পানির বোতল ছোড়ে। এরপর ধস্তাধস্তি ও সংঘর্ষে কয়েকজন মাটিতে পড়ে যান। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং নির্মমভাবে দমন অভিযান চালায়। এতে এক বিক্ষোভকারীর মুখে আঘাত লেগে রক্তক্ষরণ হয়।

মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ আক্রমণ, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন ও সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে। কয়েকজন কর্মকর্তা ঘুষি, লাথি ও থুতুর শিকার হয়েছেন বলেও জানায় পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *