Google Alert – পার্বত্য অঞ্চল
বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়ে। এর জেরে ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর ধসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “ভোর রাতে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। দেখি সড়কের ওপর বিশাল মাটির স্তূপ। সাথে সাথেই প্রশাসনকে জানানো হয়। এই সড়ক দিয়েই আমরা প্রতিদিন চলাচল করি, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ।”
খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। আমাদের লজিস্টিক সামর্থ্য এই পরিমাণ মাটি সরানোর জন্য যথেষ্ট নয়। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। সকলের সমন্বয়ে দ্রুত মাটি সরানোর কাজ শুরু করা হবে।”
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।