লালবাগে গণপিটুনিতে যুবক নিহত 

Google Alert – সেনা


মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৭ আগস্ট ২০২৫  


ঢাকার লালবাগে গণপিটুনিতে মোহাম্মদ তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে যুবক নিহত হয়েছেন। 

রবিবার(১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য এবং থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিমপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল নেসার জানান, রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মাতলামি করছিলেন কিলার বাবু। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরো জানান, ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহতের বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বুলবুল/ইভা 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *