লালমনিরহাট সীমান্তে ফের ‘পুশ ইন’র চেষ্টা বিএসএফের, বিজিবি-গ্রামবাসীর বাধা

Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের সীমান্ত দিয়ে ফের ১২ জনকে ‘পুশ ইন’র চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় তারা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে জেলার বিভিন্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ।

এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন বিজিবি।

এর আগে গত ২৮ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৮ নারী-পুরুষকে পুশইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নেয় ভারত। এর দুদিন পর বুড়িমারী রেলস্টেশন থেকে পুশইনের শিকার অপর ছয়জন এবং পরবর্তীতে পাটগ্রাম রেল স্টেশন থেকে আরও দুই ভারতীয় আটক হয়। এসব মানুষের সকলেই দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *