লিভারপুলের পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

RisingBD – Home

প্রকাশিত: ১৪:০৮, ৬ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১৪:০৯, ৬ জানুয়ারি ২০২৫


ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পয়েন্ট হারাল শীর্ষে থাকা লিভারপুল। তাও আবার ঘরের মাঠে। রোববার (০৫ জানুয়ারি, ২০২৫) রাতে  লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিয়ে নতুন বছর শুরু করেছে ম্যানইউ।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি জয়েছে ম্যানচেস্টারের দলটির। তারা ২০ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ত্রয়োদশ স্থানে। অন্যদিকে ১৯ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে শীর্ষে থাকা লিভারপুল। ২০ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৪০ পয়েন্ট।

এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫২ মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলসরা। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে জালে পাঠান লিসান্দ্রো মার্টিনেজ।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি লিভারপুল। ৫৯ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে কঠিন অ্যাঙ্গেল থেকে গোল করেন কোডি গাকপো।

৭০ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহ’র গোলে এগিয়ে যায় লিভারপুল। এ সময় ম্যানইউর ম্যাথিয়াস ডি লিট বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সালাহ। অবশ্য এই গোলের মাধ্যমে দুটি রেকর্ডও গড়েন মিশরীয় এই স্ট্রাইকার।

৮০ মিনিটের সময় উচ্ছ্বসিত অ্যানফিল্ডে নীরবতা নামান ম্যানইউর আমাদ দিয়ালো। গোল করে ফেরান সমতা। বাকি সময়ে এই সমতা না ভাঙলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

ঢাকা/আমিনুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *