Google Alert – সামরিক
গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু দুই মাসেরও কম সময়ের মধ্যে লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী দলের সংসদীয় তদন্তের জবাবে জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে অস্ত্র রপ্তানির মূল্য কমপক্ষে ২.৮৯ মিলিয়ন ডলার।
ডাই লিংক দলের আইনপ্রণেতা লিয়া রেইসনার আবারও অস্ত্র রপ্তানি লাইসেন্স প্রদানের জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, জার্মান সরকার ইসরায়েলের জন্য লাখ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম অনুমোদন করছে। অথচ সরবরাহ স্থগিতের নামে জনগণকে বিভ্রান্ত করছে।
তার মতে, এই অল্প সময়ের তথাকথিত ‘ফ্রিজ’ সম্পূর্ণরূপে চোখের পলক ফেলার জন্য। যে কোনো সময় ইচ্ছামত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে।
৮ আগস্ট চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ একটি আদেশ জারি করেন, যার মাধ্যমে গাজা সংঘাতে ব্যবহৃত হতে পারে – এমন সামরিক সরঞ্জাম আপাতত ইসরায়েলে সরবরাহ নিষিদ্ধ করা হয়।
গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে বার্লিনের সামরিক সহায়তার বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে ১ লাখেরও বেশি মানুষ সমাবেশ করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায়।
