লোহাগাড়ায় দেড় লক্ষ ঘনফুট বালু জব্দ

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।এসময় বিভিন্ন সময়ে অবৈধভাবে উত্তোলিত ৫টি স্তুপে এক লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯জুলাই )সকাল ১১টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট পুটিবিলা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে হাছনা ভিটা ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ১লাখ ৫হাজার ঘনফুট বালু , ব্রিজের পশ্চিম পাশে ১ টি স্তুপে ২০হাজার ঘনফুট , এমচর হাট বাজারের উত্তর পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপে ২৬হাজার ঘনফুট বালুসহ মোট ১লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।অবৈধভাবে উত্তোলিত এসব বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে স্পট নিলাম দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও খাল তীরবর্তী এলাকাগুলোতে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে ও জানান তিনি।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *