Samakal | Rss Feed
লোহাগাড়ায় শতাধিক বোতল ফেনসিডিলসহ পুলিশের ৩ সোর্স আটক
সারাদেশ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 2025-08-22
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিনজনকে আটক করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক তিনজন পুলিশ সোর্স বলে জানা গেছে।
জোবাইর ইসলাম নামে স্থানীয় একজন জানান, জানতে পারি, থানা থেকে জব্দকৃত মাদক পাচার করা হবে। খবর পেয়ে স্থানীয়রা বিকেল ৪টা থেকে চুনতি বাজারে পাহারা দেওয়া শুরু করে। রাত আনুমানিক দেড়টায় চকলেট কালারের একটি প্রাইভেটকার চুনতি বাজারে পৌঁছালে স্থানীয়রা ঘিরে ফেলে। ফেসবুক লাইভে গিয়ে গাড়িটি তল্লাশি করা হয়। এসময় শতাধিক ফেনসিডিল বোতলসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
জোবাইর ইসলাম আরও বলেন, চকলেট কালারের গাড়িটি আটক করা হলেও পেছনে থাকা সাদা কালারের গাড়িটি আটকাতে পারেনি। ওই গাড়িতে লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন ছিলেন। সেখানেও বিপুল পরিমাণ ইয়াবা ছিল বলে আমরা দেখেছি।
তিনি আরও বলেন, রাতেই আটককৃতদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করে। আটক তিনজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক তিনজন হলো- রমিজ উদ্দিন, নাজিম উদ্দিন ও তাজরুল ইসলাম। তারা তিনজনই পুলিশের সোর্স বলে স্বীকার করেন। তাদের মধ্যে রমিজ উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তাজরুলের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
রমিজ উদ্দিন স্বীকার করেন তারা তিনজন পুলিশের সোর্স। তিনি বলেন, এসআই কামাল তাদের জব্দকৃত ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এসআই কামাল বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে এসআই কামাল উদ্দিনকে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর বাইরে আর কিছু বলা যাবে না বলে ফোন কেটে দেন।