Google Alert – সশস্ত্র
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে নুরুল আমিন(৩০) নামক এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।আটকের পর তার কাছে থেকে তিনটি দেশীয় তৈরী অস্ত্র,কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮জুলাই )ভোর ৫টার দিকে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের চাকফিরানী আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন (৩০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চাকফিরানি এলাকার খলিলুর রহমানের পুত্র এবং সশস্ত্র ডাকাত বাহিনী তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।
অভিযান সূত্রে জানা যায়,পরিত্যক্ত টিনের ঘরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ডাকাত তৌহিদ গ্রুপের নিজস্ব বাহিনী।। অস্ত্র মজুদ রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক এর নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালীন তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিন (৩০) উক্ত পরিত্যক্ত টিনের ঘরের সামনে পাহারা দেওয়ার সময় সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল টিম ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যোনুযায়ী ঘরে তল্লাশি চালিয়ে ০৩ টি একনলা বন্দুক, ০৮ রাউন্ড কার্তুজ, ০৪ টি রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনীর অভিযানে আটক নুরুল আমিন নামক একজন সন্ত্রাসীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।