লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

Google Alert – BD Army

চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ নিজাম সিকদার (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে বিশেষ টিমের সাহায্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে স্বীকারোক্তিতে তার নিজ বাড়ি থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র এলজি, একটি ৯ মি.মি. পিস্তল, অ্যামুনেশন ৪ রাউন্ড, ১৯ পিচ ইয়াবা, রাম দা চারটি, কার্তুজ পাঁচ রাউন্ড ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, নিজাম সিকদার (৪০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাগুনা এলাকার আক্তার কামালের ছেলে এবং বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত তৌহিদ গ্রুপের একজন গোপন সদস্য।

সেনা কমান্ডার শাহরিয়া কবির বলেন, ‘বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি। পরবর্তী আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই। বড়হাতিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজাম সিকদার নামের এক আসামিকে হাতেনাতে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আসামির নিজ বাড়ি হতে তিনটি দেশীয় তৈরি অস্ত্র এলজি, একটি ৯ মি.মি. পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হই।’

পরবর্তীতে উদ্ধার অস্ত্র, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *