শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

BD-JOURNAL

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নজরুল ইসলাম আন্দোলনরত শহীদ পরিবারের স্বজনদের এ কথা জানান।

তিনি বলেন, রোববার শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এ সময় আন্দোলকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সাত মাস ধরে আমরা দ্বারে দ্বারে ঘুরেছি। ছয় থেকে সাত মাস হয়ে গেল দৃশ্যমান কোনো বিচারও হয় নাই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা পাঁচ ঘণ্টা অবস্থান করেছি, তিনি আমাদের এক্সেস দেয় নাই। যেখানে লিবিয়া এক মাসে ৩০ জনের ফাঁসির রায় দিতে পারে, সেখানে সাত মাসে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই।

এদিকে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো শুনবেন।

বাংলাদেশ জার্নাল/এনবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *