শাকিবের নায়িকা তানজিন তিশা

Google Alert – সেনা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:১৮ এএম  (ভিজিট : ২২)

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি কাজ করে প্রশংসিত হয়েছেন ওয়েব সিনেমাতেও। নাম লিখিয়েছেন টালিউড সিনেমায়। ভারতের নির্মাতা এমএন রাজের ‘ভালোবাসার মরসুম’ ছবিতে অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। বিষয়টি নিয়ে সিনেমাসংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও গুঞ্জন ছড়িয়েছে। 

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যখন জানব তখন আপনাদের জানাব।’ এদিকে তিশা প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার পরও আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি। নিজেই জানালেন, এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’। তিশার ভাষায়, ‘প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।’ তিশার কথায় গুঞ্জনের সত্যতার ইঙ্গিত মিলছে। 

একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ শুটিং শুরু হবে সিনেমাটির। এর মধ্যে সব শিল্পী নির্বাচন শেষ হয়েছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শুরুতে জানা গিয়েছিল, শাকিবকে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ছবিতে। তবে একাধিক সূত্র জানিয়েছে সেনা কর্মকর্তা না, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে। ক্যারিয়ারে একাধিক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেছে সে।

জানা গেছে, ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। পাশাপাশি দেশেও হবে দৃশ্যধারণের কাজ। এতে যুক্ত থাকবে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু। এরই মধ্যে নেওয়া হয়েছে সরকারের অনুমতি।

এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *