শাটলট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত চবি

Bangla News

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজ। এসময় তার কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনতাই তাকে ছুরিকাঘাত করা হয়।

 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহর থেকে  ছেড়ে আসা ক্যাম্পাসগামী শাটলট্রেনে এ ঘটনা ঘটে।  


ওই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী এবং তার বান্ধবী ট্রেনের শেষের দুইনম্বর বগিতে ছিলেন।

ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলো না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে ওঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ছিনতাইকারীরা। তবে ট্রেন থামানোর আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আজ সকালে শাটলট্রেনে শহর থেকে ক্যাম্পাস আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডি্যোল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চবি মেডিক্যাল প্রধান বিষয়টি দেখভাল করছেন। ডাক্তার জানিয়েছেন ওই শিক্ষার্থী এখন আশঙ্কা মুক্ত। ছিনতাইকারীদের গ্রেপ্তারে রেলওয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি।


বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *