শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলো কম্বোডিয়া

Google Alert – পার্বত্য চট্টগ্রাম


শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলো কম্বোডিয়া

নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সাথে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই মনোনয়ন দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটির কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে একটি আনুষ্ঠানিক মনোনয়নপত্র পাঠিয়েছেন।

মনোনয়নপত্রে হুন মানেত লিখেছেন, ‘এই মনোনয়ন কেবল আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা নয়, বরং কম্বোডিয়ার জনগণের পক্ষ থেকেও আন্তরিক কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।’

তিনি ট্রাম্পের ‘অসাধারণ রাষ্ট্রনায়কসুলভ ভূমিকা’ এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তার প্রতিশ্রুতি ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। হুন মানেত মনে করেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলগুলোতে উত্তেজনা কমাতে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন।

গত কয়েক সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সম্পর্ক চরম অবনতির দিকে যায়। উভয় দেশের সীমান্তে পাঁচদিনব্যাপী বিমান হামলা ও রকেট নিক্ষেপে বহু মানুষ হতাহত হন। তবে জুলাই ২৮ তারিখে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার পেছনে ট্রাম্পের মধ্যস্থতা ছিল বলেই দাবি করা হয়েছে। 

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে থাই ও কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, এবং তাদের যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানান। তিনি সতর্ক করেছিলেন, এই সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি ঝুঁকির মুখে পড়বে।

যুদ্ধবিরতির পর ট্রাম্প আবারও উভয় নেতার সাথে যোগাযোগ করে তাদের অভিনন্দন জানান।

এর আগে জুন মাসে পাকিস্তান ঘোষণা দিয়েছিল, মে মাসের সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার জন্য ইসলামাবাদও তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে। জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের ঘোষণা দেন।

সূত্র : বিবিসি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *