শাবিপ্রবির ছাত্রলীগ নেতাসহ ১৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

Samakal | Rss Feed


শাবিপ্রবির ছাত্রলীগ নেতাসহ ১৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

সারাদেশ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

2025-09-29

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হলে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল রোববার প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একই অপরাধে আট শিক্ষার্থীকে চার, ১১ শিক্ষার্থীকে তিন, একজনকে দুই সেমিস্টার ও ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর আট শিক্ষার্থীকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এসব শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।

জুলাই আন্দোলনে হামলার দায়ে আজীবন বহিষ্কৃতরা হলেন– বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজীবুর রহমান, সহসভাপতি শিমুল মিয়া, হাবিবুর রহমান হাবিব, ইউসুফ হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কর্মী তারেক হাসান, সৈয়দ মা’জ জারদি, সিয়াম খান ও মুজাহিদুল ইসলাম সায়েম।

হলে অস্ত্র ও মাদক রাখার দায়ে আজীবন বহিষ্কৃতরা হলেন– সহসভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অমিত সাহা, কর্মী তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মারবিন ডালি রিকি, শান্ত তারা আদনান ও মামুন মিয়া। আর উভয় অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন সাংগঠনিক সম্পাদক ফারহান হোসেন চৌধুরী আরিয়ান।
সাময়িক বহিষ্কৃতরা হলেন– মেহেদী হাসান স্বাধীন, মামুন শাহ, সায়মন আক্তার, ফারহান রুবেল, আয়াজ উদ্দিন, আইরিন আক্তার লিনজা, নূর মোহাম্মদ শৈশব, ইমামুল হাসান হৃদয়, সুমন মিয়া, আজিজুল ইসলাম সীমান্ত, শুভ সাহা, মুজাহিদুল ইসলাম সাজ্জাদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী মঈন ও এম এন রাখায়াত হোসেন নাবিল।
চার সেমিস্টার বহিষ্কার হয়েছেন– মাইদুল ইসলাম মুরাদ, আকাশ তালুকদার, নাফিউজ্জামান, দুর্জয় সরকার নিলয়, মারুফ মিয়া, রাউফুন জাহান মিলিনিয়াম, অজয় চন্দ্র বর্মণ ও নিপেশ চন্দ্র গুপ্ত। তিন সেমিস্টার বহিষ্কার হয়েছেন তানভীর আহম্মেদ।

দুই সেমিস্টার বহিষ্কৃতরা হলেন– রেজাউল হক সিজার, মজিদুল হক সানী, মোহাম্মদ রাকিবুজ্জামান, ইসমাইল হোসেন, মনিরুজ্জামান মুন্না, শুভ্র রায় শ্যাম, সজীব চন্দ্র নাথ, তৈমুর সালেহীন তাউস, শিহাব উদ্দিন মিশু, রিদোয়ান হোসেন ও আসিফুল ইসলাম।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *