শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী পক্ষ থেকে লক্ষাধিক টাকা অনুদান প্রদান

Google Alert – BD Army

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের পক্ষ থেকে সিন্দুকছড়ি জোনের মাধ্যমে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোনে পূজা উদযাপন কমিটির হাতে অনুদানের অর্থ তুলেদেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।

এসময় তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা যাতে নির্বিগ্নে পালন করতে পারে সেজন্য যেকোনো অপ্রীকর ঘটনা মোকাবেলায় ও পূজার সার্বিক কার্যক্রম তদারকি করতে সেনাবাহিনীর বিশেষ মনিটরিং টিম কাজ করবে। সেজন্য আআইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকজনই পালন করে না! অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশ নেয়। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি, পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন করারও আহবান জানান জোন কমান্ডার।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর অনুদান পেয়ে বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা অত্যন্ত খুশি হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



সালাউদ্দিন/সাএ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *