চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাইকেল ম্যারাথনসহ শারীরিক চর্চাগুলো আমাদের দেশের তরুণ প্রজন্মকে নিয়ে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের ইনানী সৈকতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি বলেন, মেরিন ড্রাইভ অনেক সুন্দর একটি স্থান। এই স্থানে এরকম আয়োজনগুলো অব্যাহত থাকবে।
কক্সবাজারের সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘রাইড ফর গ্লোরি’- এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেইস-২০২৫।
এই সাইক্লিং প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় সেনা প্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে।