শার্শায় ২ বিএনপি কর্মীকে পিটিয়ে আহত

Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় সন্ত্রাসী হামলায় দুজন বিএনপি কর্মীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসী প্রতিহত করলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে গেলেও দুইজনকে আটক করে জনতা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার দাউদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেন ‍ও তার ভাই জাকির হোসেন।

আটকরা হলেন- ইমরান হোসেন (৩৪) উপজেলার কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ও আরিফ পারভেজ (২৩) পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।

গ্রামবাসীরা জানান, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের আশ্রয় ও প্রশয়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। এদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীদের হামলাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কোনো কর্মকাণ্ডে থাকতে পারবে না বলে ঘোষণা দেন।

আরও জানা যায়, ত্যাগী নেতাকর্মীদের এ ঘোষণায় ক্ষুদ্ধ হন বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস। পরে তার নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দিসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে গ্রামে হামলা চালিয়ে আলী হোসেনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় বাধা দিতে আসায় তার ভাই জাকির হোসেনকেও পিটিয়ে আহত করে।

পরে গ্রামবাসী প্রতিহত করতে গেলে সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গ্রামের আরও লোকজন এগিয়ে এলে আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’সন্ত্রাসীকে আটক করে জনতা। পরে পুলিশ আটকদের হেফাজতে নেয় এবং উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে। এ সময় কয়েটি গুলির খোঁসা উদ্ধার করা করা হয় বলে জানান পুলিশ।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ দুইজন সন্ত্রাসীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বাকি সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *