শিক্ষা ও স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নের মেরুদণ্ড: পররাষ্ট্র উপদেষ্টা

Amarbangla Feed

শিক্ষা জাতির মেরুদণ্ড-এই কথাটি যেমন প্রবাদে প্রচলিত, তেমনি স্বাস্থ্য সুখের মূলেও নিহিত। তাই পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন,

“একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা ও স্বাস্থ্য। মানবসম্পদ উন্নয়নে এই দুই খাতের বিকল্প নেই।”


শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মান্নান-সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, সরকারের উচিত শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বাজেট বরাদ্দ করা। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে উচ্চশিক্ষায় অগ্রগতি অর্জন সহজ হবে।


পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তাঁর পরিবারের সদস্যরা ও স্থানীয় জনগণ জমি দানসহ বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। ভবিষ্যতেও তিনি বিদ্যালয় ও এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্নান-সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোঃ ওয়াহিদ হোসেন এনডিসি,

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন,

জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম,

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মোঃ খালিদ হোসেন,

নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম,

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম,

সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ,

হোসেননগর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদ হোসেন,

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান,

সাকিনা ফাউন্ডেশনের সদস্য জেসমিন ফেরদৌস।


এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ—

রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,

বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব,

রায়পুরা কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি,

রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন,

এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী প্রমুখ।


অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক লিফলেট ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।


আমারবাঙলা/এসএ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *