চ্যানেল আই অনলাইন
অ্যাথলেটিকসে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে দ্বিতীয় হার দেখলেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। ফল নিয়ে নাটকীয়তা শেষে ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ী ঘোষণা করা হয়েছে তারই সতীর্থ সুমাইয়া দেওয়ানকে।
শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের উদ্বোধনী দিনে ১৬ বারের চ্যাম্পিয়ন শিরিনকে হারান সুমাইয়া। এর আগে ২০২২ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে সুমাইয়ার কাছেই প্রথম হার দেখেছিলেন শিরিন।
নাটকীয়তা মূলত সৃষ্টি হয়েছিল, দৌড় শেষে প্রথমে শিরিন আক্তারকে দ্রুততম মানবী ঘোষণা করা হয়। পরে বলা হয়, ফটোফিনিশে প্রথম হন সুমাইয়া।
শিরিন মাঠেই ফল নিয়ে আপত্তি জানান। এ নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। শেষ পর্যন্ত বিচারকেরা সুমাইয়ার পক্ষে রায় দেন।
বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দৌড় শেষ করতে সময় নেন ১২.১৯ সেকেন্ড। শিরিন সময় নেন ১২.২১ সেকেন্ড। তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন, সময় নেন ১২.৪১ সেকেন্ড।