চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেবিল সেরা হয়ে প্লে-অফে উঠেছিল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়ায় চিটাগং। মেহেদী হাসান মিরাজদের হারিয়ে ফাইনালে ওঠে। শিরোপা মঞ্চে আবারও সেই বরিশালের মুখোমুখি চিটাগং। শিরোপা ধরে রাখার অভিযানে টসে জিতে বন্দরনগরীর দলটিকে আগে ব্যাটে পাঠিয়েছে গতবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের বরিশাল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় গড়াল বিপিএল ১১তম আসরের ফাইনাল। এক পরিবর্তন নিয়ে নেমেছে চিটাগং কিংস।
দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে চোট পেয়েছিলেন আলিস আল ইসলাম। চোট না সারায় তাকে ফাইনালে পাচ্ছে না চিটাগং। পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

অন্যদিকে ফাইনালের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে নিয়ে আসে বরিশাল। তবে তাকে ছাড়াই শিরোপা মহারণে নেমেছে দলটি। বরিশালের একাদশে নেই কোনো পরিবর্তন।
নিশামকে না নেয়ার কারণও অবশ্য বলেছেন তামিম ইকবাল। টস শেষে তামিম জানান, মূলত উইনিং কম্বিনেশন বজায় রাখতে একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ আলি।
চিটাগং একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলি, মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফের্নান্দো।