RisingBD – Home
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৪৫, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ১৪:০২, ২৫ জুলাই ২০২৫
শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং ১১ জন শিশুকে ঠেলে পাঠায় বিএসএফ।
শুক্রবার (২৫ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্তের ১১১৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে এসব রোহিঙ্গাকে পুশইন করেন কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদেরকে আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে রাখেন।
এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটক রোহিঙ্গারা ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যান। তারা সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসায় কাজ করেন। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদেরকে আটক করা হয়। তখন তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেছেন, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
ঢাকা/তারিকুল/রফিক