Google Alert – বাংলাদেশ
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে ৫০তম ওভারের শেষ বলে ২৪১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার শারমিন আক্তার। তিনি ১০১ বলে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে রুবাইয়ার (৫২ বলে ৩৩) সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। তবে সোবহানা মোস্তারি (২) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩০ বলে ২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শারমিনের বিদায়ের পর ব্যাটিংয়ে ভাটা পড়ে। স্বর্ণা ১৩ রান করে আউট হলে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে সুমাইয়া খাতুন (৪২ বলে ৩৮), ফাহিমা খাতুন (৩৫ বলে ২৬) ও রাবেয়া (৪ বলে ১০*) দারুণ ক্যামিও খেলেন।
শ্রীলঙ্কার হয়ে দেওমি বিহঙ্গ, কাভিশা দিলহারি ও মালকি মাদারা ২টি করে উইকেট নেন। উদেশিকা প্রবধিনি ও অচিনি কুলাসুরিয়া নেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ওপেনার হাসিনি পেরেরা করেন ৪৪ বলে ৩৪ রান। হারশিতা সামারাবিক্রমা করেন ২৫ রান। তবে দিলহারি ও নীলাক্ষিকা সিলভা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। দিলহারি ৭৭ বলে ৬৩, আর নীলাক্ষিকা খেলেন ৭৮ বলে ৭৫ রানের ইনিংস।
৪৯তম ওভারে নাহিদার বলে নীলাক্ষিকা আউট হলে ম্যাচে নাটকীয় মোড় নেয়। শেষ ১০ বলে প্রয়োজন ছিল ১০ রান, হাতে ছিল ২ উইকেট। তৃতীয় বলে ইমেশা দুলানি রানআউট হন, স্কোর তখন ২৩৮। পরের দুই বলে ৩ রান নেয় শ্রীলঙ্কা। শেষ বলে দরকার ছিল মাত্র ১ রান, কিন্তু মারুফার দারুণ ইয়র্কারে বোল্ড হন সুদন্ধিকা কুমারি। বাংলাদেশের হয়ে নাহিদা ১০ ওভারে ২৮ রানে ৩টি উইকেট শিকার করেন। মারুফা ও ফাহিমা ২টি করে, এবং নিশিতা আক্তার নিশি ও রাবেয়া ১টি করে উইকেট নেন। শেষ বল পর্যন্ত উত্তেজনা জাগানো এই ম্যাচে ১ রানে জয় নিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের সঞ্চার করল বাংলাদেশের নারীরা।