Bangla Tribune
রাজধানীর শ্যামপুর এলাকায় মাসব্যাপী বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানা। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৯ মামলার এজাহারভুক্ত আসামি অনিক পান্নাও।
শুক্রবার (৩০ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো— অনিক পান্না (৩৫), মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মো. সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও রুবেল।
ডিএমপি জানায়, শ্যামপুর থানার ছিনতাই প্রতিরোধ ও বিশেষ টহল টিম মে মাস জুড়ে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে। মাসব্যাপী অভিযানের ভিত্তিতে বিভিন্ন সময় ও স্থানে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করা হয়। গ্রেফতার সবাই পেশাদার ছিনতাইকারী। তারা মূলত বাস, ট্রেন স্টেশন, ব্যস্ত বাজার ও রাস্তার মোড়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। তাদের অনেকেই দিনের বেলায় সাধারণ মানুষের মতো চলাফেরা করলেও রাতে সক্রিয় হয়ে ওঠে।
অনিক পান্না— এক ভয়ংকর নাম
গ্রেফতার অনিক পান্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ মোট ১৯টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।