সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ জুন ২০২৫

jagonews24.com | rss Feed

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের হামলায় ইরানের কে কে নিহত?

নিহতদের মধ্যে রয়েছেন- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলামআলি রাশিদ, পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি, পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি।

পাল্টা হামলার শঙ্কায় খাবার মজুত করছে ইসরায়েলিরা, ফাঁকা রাস্তাঘাট

তেহরানে হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে। এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে। একই কারণে ফাঁকা হয়ে গেছে তেল আবিবের রাস্তাঘাট।

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় ইরান শতাধিক ড্রোন ছুড়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সেগুলো ভূপাতিত করার জন্য কাজ করছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে।

ইরানকে ‘এখনই’ চুক্তি করতে বললেন ট্রাম্প, নাহলে ‘আরও বড় হামলা’র হুমকি

রোববার (১৫ জুন) ষষ্ঠ দফা আলোচনায় যাওয়ার কথা থাকলেও ট্রাম্প বলেছেন, আমি তাদের (ইরান) একের পর এক সুযোগ দিয়েছি। বলেছি- ‘চুক্তিটা করো।’ কিন্তু যতবারই কাছাকাছি গেছে, কোনোভাবে তা শেষ পর্যন্ত হয়নি। ইরানকে এখনই চুক্তি করতে হবে, নাহলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। একসময়ের ইরানি সাম্রাজ্য যেটা ছিল, তা রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়- এখনই সময়, খুব দেরি হয়ে যাওয়ার আগে।

ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: আয়াতুল্লাহ খামেনি

ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন যে এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।

ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ

ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। শুক্রবার (১৩ জুন) জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬.২৯ ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ৭৫.৬৫ ডলার হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটির ধ্বংসাবশেষের মধ্য থেকে উদ্ধার হওয়া এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি আহমেদাবাদের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ছাদে পাওয়া গেছে। উড়োজাহাজটি এই ভবনটির ওপরেই আছড়ে পড়েছিল।

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না।

ইরানে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অভিযানে ইরান দাবি করেছে, তাদের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে, যাতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *