সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

RisingBD – Home


খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২ মে ২০২৫  


খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জুর্গাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ছড়ায় গোসলে যান ভুক্তভোগী। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাত দুই যুবক ওই তরুণীকে মুখ চেপে আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন।

ওসি মু. খালেদ হোসেন বলেন, ‘‘ভুক্তভোগী অভিযুক্তদের দৈহিক বর্ণনা দিয়েছেন। পরে প্রযুক্তির সহায়তায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রূপায়ন/রাজীব

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *