চ্যানেল আই অনলাইন
সংবাদ উপস্থাপিকা ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রুস পররাষ্ট্র দপ্তরের বর্তমান মুখপাত্র। এর আগে তিনি ফক্স নিউজের উপস্থাপিকা ছিলেন। সিনেটে অনুমোদনের পর ব্রুসের নিয়োগ চূড়ান্ত হবে।
রোববার (১০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রুস অসাধারণ কাজ করেছেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে ব্রুস যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিতর্কিত পররাষ্ট্র নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। যার মধ্যে অন্যতম ট্রাম্পের অভিবাসন দমন অভিযান।
জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত মাইক ওয়াল্টজ এখনও সিনেট দ্বারা নিশ্চিত হননি।
জাতিসংঘে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া। তিনি একজন ক্যারিয়ার কূটনীতিক যিনি ২০২৪ সালে উপ-রাষ্ট্রদূত ছিলেন।