Google Alert – সশস্ত্র
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে।
তিনি আরও জানান, দলের প্রবর্তিত ৩১ দফা কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটানো হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা হবে। তিনি বলেন, জনগণের সমর্থনের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বিএনপির।
তিনি উল্লেখ করেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার সংগ্রাম করেছে। দলটিকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে, কিন্তু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য বিএনপির চলমান লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নির্বাসিত অবস্থায় থেকেও আন্দোলন চালিয়ে গেছেন।