সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Bangla Tribune

সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিয়ে ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি’র দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। আহতরা হলেন—নতুন কমিটির সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলন, অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং হাসনাত।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের বহুমুখী সমবায় সমিতির আগের কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি নেতৃত্বে ছিলেন। চলতি বছরের ৩ জুন নতুন কমিটি গঠিত হয় এবং তারাই বর্তমানে ক্যান্টিন পরিচালনা করছে। দীর্ঘদিন পর ক্যান্টিনটি চালু করা হলে আগের কমিটির লোকজন ও আওয়ামী লীগের একটি পক্ষ বাধা দিতে শুরু করে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে প্রতিপক্ষের বাদিউল কবির বেলাল, মিজানুর রহমান সুমন, আরিফ হোসেন, নজরুল ইসলামসহ কয়েকজন নতুন কমিটির সভাপতি নুরুল ইসলামসহ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন গুরুতর আহত হন।

তার দাবি, হামলাকারীরা নতুন কমিটির কেউ নন। তারা মূলত আগের কমিটির লোকজনকে পুনর্বাসনের লক্ষ্যে এসব করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয়ের কর্মচারীদের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠিত হয়েছে। এই নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে, যারা ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে চাইছে। মঙ্গলবার রাতে এ নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চার-পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *