সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট হস্তান্তর সোমবার

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত এই মুহূর্তে খুবই সাকসেসফুল হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন কেন্দ্র স্থাপন করা হয়। এর আগে রোববার বিকেলে সেখানেই সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেস উইং জানান, তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি সংগ্রহ করেছে। এরই মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তিনি জানান, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপর প্রধান উপদেষ্টাই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

GOVT

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *