প্রথম আলো
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার পর আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা।
বিক্ষোভ শেষে আজ সরকারের আরও দুই উপদেষ্টার কাছে আন্দোলনকারী কর্মচারীদের স্মারকলিপি দিচ্ছেন।
পূর্বঘোষণা অনুযায়ী, কর্মচারীরা মিছিল করে প্রথমে সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন। পরে সেখান থেকে তাঁরা যান মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে। সেখানে তাঁরা জড়ো হয়ে অধ্যাদেশটি বাতিলের দাবি জানান। তাঁরা ‘অবৈধ কালো আইন, মানি না, মানি না বলে স্লোগান দেন।