Samakal | Rss Feed
সচিবালয়ে বিধি-বিধান ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রেস সচিব
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, সাভার 2025-08-11
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সচিবালয়ের ভেতরে থেকে যে সব সরকারি কর্মকর্তা কর্মচারী বিধি-বিধান ভঙ্গ করেছেন তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছিলেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। তাদের শাস্তির আওতায় আনা হবে।
রোববার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে পক্ষকাল ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
প্রেস সচিব বলেন, এখনও যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করছেন বলে যে অভিযোগ উঠেছে তা ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য অবাধ নির্বাচন। জাতিকে অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে কাজ চলছে।
শফিকুল আলম বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ছিল এক নম্বরে। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। যা বাংলার অতীত ইতিহাসে দেখা যায়নি। যত প্রাণ ঝড়েছে তার প্রত্যেকটি খুনের বিচার করা হবে। একটাও বাদ যাবে না।
তিনি বলেন, মানারাত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহ হত্যাকাণ্ডেরও বিচার হবে। আমরা তাড়াহুড়া করছি না। আমরা ক্যাঙ্গারু কোর্ট চাই না। ২০২৬ সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। বিচারটা একটু দেরিতে হচ্ছে কিন্তু সঠিক সময়ে তাদের বিচার কাজ সম্পন্ন করা হবে।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র শহীদ শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তিনি।