সচিবের গাড়ি থেকে চুরি: ১০ লাখ টাকাসহ গাড়িচালক

Bangla News


গ্রেপ্তার গাড়িচালক মো. জাহিদ

ঢাকা: রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরির ঘটনায় মামলায় চোরাই ১০ লাখ সাত হাজার টাকা উদ্ধারসহ মামলার আসামি গাড়িচালক মো. জাহিদ (৪৬) -কে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।


গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


আজ বুধবার (১১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  


পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার জাহিদ গত দুই মাস যাবত রাজধানীর পল্লবীর স্বপ্ন নগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসেবে চাকরি করতেন। গত ৫ ডিসেম্বর  দুপুরের দিকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) হতে নগদ ১১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিও -এর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। এরপর তারা জিপিও’র বিপরীতে গ্রামীণ জুয়েলার্সে কেনাকাটার জন্য যান। তারা কেনাকাটা শেষ করে ফিরে এসে দেখেন তাদের গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে কিছুক্ষণের মধ্যে আসছে বলে জানায় জাহিদ। কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় জাহিদকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তারা দেখেন গাড়ির ভেতরে তাদের টাকার ব্যাগটি নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদী হয়ে গাড়িচালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।


পল্টন মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ ডিসেম্বর খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে জাহিদের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জাহিদের কাছ থেকে চুরি হওয়া দশ লাখ সাত হাজার টাকা উদ্ধার করে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ পেশাদার চোরচক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বল্প সময়ের জন্য গাড়িচালক হিসেবে চাকরি নিয়ে সময় সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতেন। জাহিদকে পল্টন মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪

এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *