Google Alert – সশস্ত্র
ছবি: প্রতীকী
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর এখনো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিঙ্গাপুরের বিরুদ্ধে আসন্ন হামলার কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) চলমান গাজার যুদ্ধ এবং স্থানীয় অসন্তুষ্টিকে কাজে লাগিয়ে অপপ্রচারের মাধ্যমে নাগরিকদের সশস্ত্র সহিংসতার পথে আনার চেষ্টা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে, সিঙ্গাপুরের ছয় নাগরিককে সশস্ত্র সহিংসতাকে সমর্থন অথবা সংঘাতে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দেখা গেছে।
মন্ত্রণালয় বলছে, ‘মূলত, পশ্চিমা দেশ ও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আইকনিক কাঠামোর উপস্থিতি এবং একটি ধর্মনিরপেক্ষ ও বহুসংস্কৃতির রাষ্ট্র হিসেবে অবস্থানের কারণে সিঙ্গাপুর বর্তমানে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছে।’
এতে বলা হয়েছে, সবচেয়ে বড় দুচিন্তার বিষয় সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলো অনলাইনে মৌলবাদ, চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে- বিশেষ করে তরুণদের মধ্যে। এর জন্য তারা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহার শুরু করেছে।
সম্প্রতি দুই কিশোরকে আটক করে সিঙ্গাপুর পুলিশ, যাদের একজন একটি মসজিদে গুলি চালানোর পরিকল্পনা করেছিল এবং অন্যজন ইসলামিক স্টেটে (আইএস) যোগদানের পরিকল্পনা করেছিল। ২০১৫ সাল থেকে দেশটির এই ধরনের অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ২০ বছর বয়সী ১৭ জনকে আটক করা হয়েছে।