‘সবাই ঐক্যবদ্ধ হলে যেকোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব’

Google Alert – প্রধান উপদেষ্টা

সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির চেষ্টা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য রাজনৈতিক দলসহ সরকার তৎপর রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।

আবা/এসআর/২৫

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *