Google Alert – ইউনূস
সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা
সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ৩০ মে ২০২৫
দেশের সব রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট দল আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরাম অন ফিউচার অব এশিয়া শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি। এই পর্বটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “সব রাজনৈতিক দল নয়, একটি নির্দিষ্ট দল বলছে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকার মূলত তিনটি লক্ষ্য সামনে রেখে কাজ করছে— সংস্কার, বিচার এবং নির্বাচন। তবে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটুকু বাস্তবায়ন করা যায় তার ওপর।
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা যদি আগের অবস্থানেই দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার যদি প্রয়োজনীয় কিছু সংস্কার করে কিছু বিষয়ে পরে কাজ করতে চাই, তবুও ডিসেম্বর সম্ভব। তবে যদি আমরা সত্যিকারের গঠনমূলক সংস্কার চাই, তাহলে আমাদের ছয় মাস সময় নিতে হতে পারে।”