সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা

RisingBD – Home

প্রকাশিত: ২১:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম


প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে যেন‌ সরাসরি ফাইল না‌ দিতে বলা হয়েছে। দ্রুত ই-ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না। তবে নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আমি সেটাই জানি।”

এ সময় প্রেস সচিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন।”

এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

ঢাকা/হাসান/এসবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *