সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন

Google Alert – ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সুন্দরভাবে জাতীয় নির্বাচন আয়োজনকে প্রাধান্য দিয়ে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।’ গতকাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট তাদের সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তবে একই সময়ে সংস্কার ও বিচারের কাজও চলবে।’

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার জন্য দুটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়। কারণ শুল্ক কমানোর ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ও পাল্টা শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠান সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করায় তাকেও অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, যা শতাংশে ৭৮ দশমিক ৪১ ভাগ। স্বাধীনতার পর এটা যেকোনো সরকারের জন্য রেকর্ড।’

শফিকুল আলম আরো বলেন, ‘১১টি সংস্কার কমিশন যে ১২১টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ করেছিল, এর মধ্যে এখন পর্যন্ত ১৬টি বাস্তবায়িত হয়েছে। ৮৫টি আশু বাস্তবায়নে প্রক্রিয়াধীন। ১০টির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আর ১০টি বাস্তবায়ন করা যাবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।’

মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চৌধুরীর নামে পুরস্কার চালু হচ্ছে বলে প্রেস সচিব শফিকুল আলম জানান। তিনি বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজন শিক্ষক ও একজন আয়া রয়েছেন। তাদের সম্মাননা দেয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মাইলস্টোনের শিক্ষক মাহেরীন চৌধুরীর নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ পুরস্কার চালু করবে। মাহেরীন চৌধুরীর আত্মদান স্মরণীয় করে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শফিকুল আলম।’

শফিকুল আলম বলেন, ‘গাজীপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য দাবি রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ রাখা হয়েছে।’

এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য সুষ্ঠুভাবে আর্থিক সহায়তা প্রদানে একটি বিধি করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে গিয়ে বিতর্ক দেখা দিচ্ছে। শহীদের স্ত্রী কত টাকা পাবেন, মা-বাবা কত টাকা পাবেন, বিধিতে তা উল্লেখ থাকবে বলে জানান তিনি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *