“সরকার নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে”-মেয়র শাহাদাত

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণের পর সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার সকালে তিনি নগরীর কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ, মুন্সিপুকুর পাড়, বাদুরতলা ও টুপিওয়ালাপাড়া এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কাতালগঞ্জ-বৌদ্ধ মন্দির এলাকায় জলাবদ্ধতার পেছনে দুটি প্রধান কারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে অন্যতম হলো হিজড়া খালে নিরবচ্ছিন্ন জলপ্রবাহ না থাকা এবং বৌদ্ধ মন্দিরের পাশে খালের সঙ্গে সংযুক্ত বড় নালাটিতে মাটি জমে জলপ্রবাহ ব্যাহত হওয়া। এ বিষয়ে মেয়র সিডিএকে দ্রুত হিজড়া খালের সংস্কার কাজ এগিয়ে নিতে নির্দেশ দেন এবং চসিক পরিচ্ছন্নতা বিভাগকে বড় নালাটি থেকে মাটি উত্তোলনের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মেয়র বলেন, “নগরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। শুধু চসিক নয়, ওয়াসা, সিডিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “চসিক জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন এবং ভেঙে পড়া ড্রেনগুলো মেরামতের কাজ করছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা জরুরি।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। ড্রেন ও খালে আবর্জনা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।”

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *