jagonews24.com | rss Feed
‘তোমাদের ধন-সম্পদ দিয়ে সংগ্রাম করো… ফিলিস্তিনকে বিজয়ী করো— মিশরের বাইতুজ্ যাকাত ও সাদাকাত’-এর এই আহ্বানে সাড়া দিয়ে আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত্-তায়্যিবের নির্দেশনায় হাজার টন মানবিক সহায়তা নিয়ে ফের গাজার পথে ছুটে চলেছে ১১তম ত্রাণ বহর।
চলমান ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। ক্ষুধার্ত শিশুদের কান্না, গৃহহীন নারীর আর্তনাদ, চিকিৎসার অপেক্ষায় মৃত্যুর প্রহর গোনা মানুষের দীর্ঘশ্বাস—এ সবকিছুর মাঝে আলোর একটি আশার রেখা হয়ে এসেছে আল-আজহার শরীফের নতুন উদ্যোগ।
রোববার (২৭ জুলাই) এক হাজার টনের বেশি শুকনো খাবার, চিকিৎসা সরঞ্জাম, জীবন রক্ষাকারী ওষুধ, শিশুখাদ্য, ডায়াপার, হেলথ কেয়ার পণ্য, পোশাক, কম্বল, ত্রিপল ১০০০টি সম্পূর্ণ সজ্জিত তাঁবু পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ বোতলজাত পানীয় নিয়ে ত্রাণ বহরটি এখন রয়েছে রাফা সীমান্তে।
এই ত্রাণ সামগ্রীতে নারী ও শিশুর প্রয়োজন পূরণের দিকে জোর দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতি, ক্ষুধা, চিকিৎসার অভাব—সব মিলিয়ে এদের অবস্থা সবচেয়ে শোচনীয়। তাই এবার তাদের পাশে দাঁড়াতে নেওয়া হয়েছে আরও কার্যকর ব্যবস্থা।
বিশ্বের ৮০টির বেশি দেশের বিভিন্ন মানবিক সংস্থা ও ব্যক্তি এরই মধ্যে আগের ১০টি ত্রাণ বহর পাঠাতে সহায়তা করেছিলেন। এবারও তাদের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিশরে বাইতুজ্যাকাত ও সাদাকাত ফাউন্ডেশন।
এমআরএম/জিকেএস
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]