Google Alert – পার্বত্য চট্টগ্রাম
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে দেশের জন্য ‘লজ্জাজনক ও বেদনাদায়ক’ আখ্যা দিয়ে সামাজিক উদাসীনতা ও ধৈর্যহীনতার তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “আগে কোনো খারাপ ঘটনা ঘটলে মানুষ ঝাঁপিয়ে পড়তো তা প্রতিহত করতে। এখন সবাই দাঁড়িয়ে ভিডিও করে। তুহিন হত্যার সময়ও যদি আশপাশের মানুষ প্রতিরোধ করতো, হয়তো সে বেঁচে যেত।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “শেরপুরে এক ঘটনায় একজনের নানিকে হত্যা করা হচ্ছে, অথচ সে দাঁড়িয়ে ভিডিও করছে ইউটিউব আয়ের জন্য। এটা আমাদের সমাজের ভয়াবহ অবক্ষয়। সাহায্যের জন্য ডাক দিলে হয়তো জীবন বাঁচানো যেত।”
তুহিন হত্যার অগ্রগতির বিষয়ে উপদেষ্টা জানান, “ঘটনায় জড়িতদের বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে। তবে যে জীবন চলে গেছে, তার ক্ষতিপূরণ সম্ভব নয়। আমরা যদি ধৈর্যশীল এবং সচেতন হই, এমন ঘটনা অনেকটাই কমে আসবে।”
এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। জানান, “হারানো হাতিয়ার উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয়েছে। যে তথ্য দেবে, তাকে পুরস্কৃত করা হবে, পরিমাণ শিগগির জানানো হবে।”
তিনি আরও বলেন, “এ পর্যন্ত ১১শ’ দেশি অস্ত্র উদ্ধার হয়েছে। যারা এসব অস্ত্র তৈরি করছে, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে, কারণ তারা জানে এসব কোথায় ব্যবহার হয়।”