সাংবাদিক তুহিন হত্যায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী স্বাধীনকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০১। এই হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার এসপি কে.এম. এ মামুন খান চিশতী এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মোহাম্মদ স্বাধীন, আল আমিন, ফয়সাল হাসান, শাহ জামাল ও সুমন।

পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য।

এর আগে এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *