সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন

Google Alert – ইউনূস

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৪৫ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। 

শনিবার (৯ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

তিতাসের কর্মরত সাংবাদিকদের আয়োজিত ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো. নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলাম, দৈনিক সংবাদ তিতাস-হোমনা প্রতিনিধি মো.আবুল কাশেম ভূইয়া, দৈনিক যুগান্তর তিতাস প্রতিনিধি মো. মহসিন হাবিব, দৈনিক ভোরের কাগজ তিতাস প্রতিনিধি মো. হালিম সেকত, দৈনিক কালের কণ্ঠ তিতাস-হোমনা প্রতিনিধি মো.তাসনিম তিহামী। এসময় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এছাড়াও সাংবাদিক জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এস.এ ডিউক, মো: জুয়েল রানা, শরিফ আহমেদ সুমন, সামসুউদ্দিন আহমেদ সাগর,বিল্লাল মোল্লা, মো.তৌফিক, সাকিব হোসেন, মো. আলমগীর হোসেন, শাহজামান শুভ, মো. আব্দুল আজিজ, মো. রহিম, সঞ্জয়, হানিফ মিয়া ও তাজুল ইসলাম প্রমূখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *