সাংবাদিক বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী আজ

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৪

সাংবাদিক বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী আজ

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কোরআন পাঠ, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

অপরদিকে খুলনা প্রেসক্লাবও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন। সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় খুলনা সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুইটি মামলা দায়ের করেন।

২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদন্ড দেন। অন্যদিকে, বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা
শাহাদাৎ বার্ষিকী
সাংবাদিক নিহত
সাংবাদিক বেলাল উদ্দিন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *