সাজেকের মাজলঙে চিত্রাঙ্কন প্রতিযোগীদের পুরস্কার বিতরণ

CHT NEWS


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

সাজেকের মাচলঙে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছর এক চিত্রাঙ্গন
প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে
১ম, ২য়, ৩য় তৃতীয় স্থান অর্জনকারীদেরকে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) পুরস্কার বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় মাজলঙে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে জ্যামিতি বক্স ও রঙের
বক্স পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হল, “একটি ছবি হাজারে কথার
সমান, আসুন, রঙ ও তুলির মাধ্যামে তুলে ধরি পাহাড়ের নিপীড়ন-নির্যাতনের চিত্র, জোরদার
করি প্রতিবাদ-প্রতিরোধ সংগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপিডিএফের সাজেক ইউনিটের সংগঠক মলয় কিশোর চাকমা
ও সঞ্চালনা করেন বিধান চাকমা।

 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপিডিএফের
কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা,
হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক সীমা চাকমা ও গণতান্ত্রিক
যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক সমর চাকমা।

অনুষ্ঠানে ইউপিডিএফ নেতা সচিব চাকমা বলেন, শিশুরাই আগমী দিনের ভবিষ্যত ও
জাতীয় সম্পদ। অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে
হচ্ছে রঙ ও তুলি। এগুলো মারণাস্ত্রের চেয়ে শক্তিশালী। আমরা জানি জাপানের একটি ছবিই
যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিয়েছিল। ছবিটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়। একটি বাচ্চা শিশু
তার মারা যাওয়া ছোট ভাইকে নিজের পিঠে করে কবরে নিয়ে যাচ্ছ। সৈন্যরা তাকে বলেছিল সেটি
অনেক ভারী, ফেলে দাও। কিন্তু শিশুটি দৃঢ় কণ্ঠে জবাব দেয় না সে ভারী নয়, কারণ সে আমার
ভাই’।

তিনি রং তুলি দিয়ে ছবি আঁকার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতন
ও শোষণ-বঞ্চণার চিত্র তুলে ধরার জন্য শিক্ষার্থীসহ শিল্পীদের প্রতি আহ্বান জানান।

জ্যোতি চাকমা বলেন, একটি ছবির মাধ্যমে হাজারো কথা, দাবি তুলে ধরা যায়।  যেমন-সাজেকে কোন হাসপাতাল না থাকায় রাোগীদের অনেক
দূরে দীঘিনালায় চিকিৎসা নিতে হয়। রোগীদেরকে কাঁধে বহন করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
এসব দুঃখ-দুর্দশার কথা একটি ছবির মাধ্যমে দেশবাসী ও বিশ্ব দরবারে তুলে ধরা যায়।  

সীমা চাকমা বলেন, বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন ’৭১ সালের মুক্তি যুদ্ধের
ছবি, দেশের দুর্ভিক্ষের ছবি এঁকে বিশ্বাসীর নিকট তুলে ধরেছিলেন।

সমর চাকমা বলেন, আজ আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যুদ্ধ, সংগ্রাম
শুধু বন্দুক দিয়ে নয়, রঙ ও তুলি দিয়েও বিরাট কার্যকর প্রতিবাদ-প্রতিরোধমূলক সংগ্রাম
করা যায়। আমাদের চোখের সামনে স্ব-জাতির ওপর যেসব জঘন্য অন্যায়-অত্যাচার চলছে তা ছবির
মাধ্যমে তুলে ধরতে পারি।

বক্তারা ছবি এঁকে পাহাড়ের নিপীড়ন-নির্যাতন সম্পর্কে তুলে ধরে প্রতিবাদ-প্রতিরোধ
সংগ্রাম জোরদার করার জন্য উপস্থিত পুরস্কার গ্রহণকারীদের প্রতি আহবান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *